সিলেটে ফার্মেসীতে অভিযান : ৯০ হাজার টাকা জরিমানা, আড়াই লক্ষ টাকার বিদেশি ঔষধ জব্দ
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২০, ৬:২৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের চৌহাট্টা ও পুর্ব দরগাহ গেইট এলাকায় ঔষধ প্রশাসন অধিদপ্তর সিলেট ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রম্যমান আদালত পরিচালনা করা হয়।
এতে দুটি ফার্মেসীতে ৯০ হাজার টাকা জরিমানা ও ২ লক্ষ ৫০ হাজার টাকা মুল্যের বিদেশি আনরেজিস্টার্ড ঔষধ জব্দ করা হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম অংশ নেন।
এ সময় বিদেশি আনরেজিস্টার্ড ঔষধ সংরক্ষণের দায়ে মেসার্স মতিন ট্রেডার্স ও ফয়সল ফার্মেসীতে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় দু’ফার্মেসী থেকে আনরেজিস্টার্ড বিদেশি ২ লক্ষ ৫০ হাজার টাকা মুল্যের ঔষধ জব্দ করা হয়েছে।
সূত্রে জানাযায়, সরকারি অনুমোদন ছাড়া আনরেজিস্টার্ড ঔষধ বিদেশ ফেরত লোকজন দেশে নিয়ে আসেন। বিভিন্ন ফার্মেসীতে ঔষধ ও ইন্সুলিন ইত্যাদি কমদামে বিক্রি করেন। ফার্মেসীর ব্যসায়ীরা বেশি লাভ করার লক্ষ্যে এই ঔষধ কিনেন। কিন্তু বিদেশ থেকে ঔষধ ও ইন্সুলিন লাকিজের মধ্যে দিয়ে আসার সময় কোন তাপমাত্রা নিয়ন্ত্রণ হয়না।
এগুলো ব্যবহার করে রোগী সুস্থ হওয়ার পরিবর্তে অনেক ক্ষতির সম্মুখীন ও প্রতারিত হচ্ছেন প্রতিনিয়ত। রোগীরা যাতে ক্ষতিগ্রস্ত ও প্রতারণার শিকার না হন সেদিকে ঔষধ প্রশাসন অধিদপ্তর সিলেটের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী রোগীগণ।
আলাপকালে ঔষধ প্রশাসন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম জানান, বিদেশি আনরেজিস্টার্ড ঔষধ সংরক্ষণের দায়ে মেসার্স মতিন ট্রেডার্স ও ফয়সল ফার্মেসীতে ৯০ হাজার টাকা জরিমানা এবং দু’ফার্মেসী থেকে আনরেজিস্টার্ড বিদেশি ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ঔষধ জব্দ করা হয়েছে।
তিনি বলেন জনসার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।