বদর উদ্দিন আহমদ কামরানের ভাইয়ের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২০, ৫:৫৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের ছোট ভাই বখতিয়ার আহমদ কানিজ (৬৫) মারা গেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে নগরীর রাগীব-বাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে আরমান আহমদ শিপলু। তিনি গণমাধ্যমকে বলেন, ‘চাচা কিডনিজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’