গোলাপগঞ্জের লক্ষিপাশায় উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মাহমুদ আহমদ
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২০, ৮:৩১ অপরাহ্ণ
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জের লক্ষিপাশা ইউনিয়ন পরিষদের শূন্য চেয়ারম্যান পদের উপ- নির্বাচনে তৃণমূলের ভোটে নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ আহমদ। গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) লক্ষিপাশা ইউনিয়ন আওয়ামীলীগেত উদ্যোগে নৌকা প্রতিকের প্রার্থী বাছাই নিয়ে বিশেষ কর্মী সভায় অনুষ্ঠিত হয়।এ সভা তৃণমূলের প্রত্যক্ষ ভোটে মাহমুদ আহমদ নৌকার প্রার্থী নির্বাচিত হন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান। তিনি তার বক্তব্যে নেতাকর্মীদের নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে তাঁর হাতকে শক্তিশালী করতে হবে।
তিনি আরো বলেন, নেতাকর্মীদের মধ্যে যারাই নৌকার বিপক্ষে কাজ করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ইকবাল আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা এড.আজমল আলী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, আওয়ামীলীগ নেতা সৈয়দ মিসবাহ উদ্দিন, জেলা আওয়ামীলীগ নেতা মজির উদ্দিন, এড.আব্বাস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, মনসুর রশীদ, জহির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ চৌধুরী, আব্দুল হানিফ খান, আহমদ হোসেন খান, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী প্রমুখ।