তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন : চরম দূর্ভোগ
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২০, ৭:২৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
কয়েক দিনের বৃষ্টি আর ঢলে তাহিরপুর-সুনামগঞ্জ ও তাহিরপুর-বাদাঘাট সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দূর্ভোগে পড়েছেন ওই সড়ক দিয়ে যাতায়াতকারীরা।
জানা যায়, গত দিনদিন ধরে ভারী বৃষ্টিপাত ও ঢলে সীমান্তের যাদুকাটা নদী উপচে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর সেতুর পূর্বাংশের ১০০মিটার রাস্তা পানিতে তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বুধবার সন্ধ্যা থেকেই তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে মানুষজনকে নৌকাযোগে পারাপার হতে হয়েছে। পানি কমে গেলেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর সেতু সংলগ্ন আনোয়ারপুর বাজারের বাসিন্দা, ইউপি সদস্য ও ইউনিয়ন আ,লীগের সাবেক সাধারণ সম্পাদক মিলন তালুকদার বলেন, আনোয়ারপুর সড়কের এপ্রোচের ১০০মিটার এই সড়কটি মেরামত না করায় ভারী বৃষ্টিপাত হলেই পানিতে তলিয়ে যায়। এতে যানবাহন চলাচল বন্ধ থাকে। এই স্থানে নৌকা দিয়ে পারাপার হতে হয়। এই সড়ক নির্মান করা না হলে তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক এই অংশে চলাচলকারী যানবাহন ও মানুষের কষ্টের শেষ হবে না।