মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২০, ৫:১৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির সম্মানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মধুবন সুপার মার্কেটের ৩য় তলাস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আহাদ, সিলেট রেস্টুরেন্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সুজেল আহমদ তালুকদার, ইদ্রিস মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বিশিষ্ট ফার্মেসী ব্যবসায়ী সেলিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ওলিউর রহমান, আকবর হোসেন, জুয়েল আহমদ খান, শেরওয়ান মির্জা, আব্দুল হাই এমাদ, আবুল কালাম, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কফিল আহমদ, সালেহ আহমদ, মঞ্জুর আহমদ, রেদওয়ান আহমদ, সাব্বির আহমদ, রাজা মিয়া, সালিক আহমদ, রাসেল আহমদ, হারুন মিয়া, ফুয়াদ আহমদ প্রমুখ সহ মার্কেটের অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধিত অতিথির বক্তব্যে মোঃ নজরুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় মধুবন সুপার মার্কেটের নবনির্বাচিত কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করলে ব্যবসায় উন্নতি লাভ করা সম্ভব। আমরা সকল ব্যবসায়ীবৃন্দ ঐক্যবদ্ধ ভাবে ব্যবসা পরিচালনা করে যাবো ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি