সিলেটে ২১১ জনের প্রাণ কেড়ে নিলো করোনা, আক্রান্ত ১২ হাজার ২১৪
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২০, ৪:৪৫ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮ জন। একই সময়ে আক্রান্তদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ১০০ জন আর মারা গেছেন চারজন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. রাজিয়া সুলতানা স্বাক্ষরিত কোভিড-১৯ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য জানান।
প্রতিবেদনে জানানো হয়, এ পর্যন্ত সিলেট বিভাগের ১২ হাজার ২১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে সিলেটে ৬৫৭১ জন, সুনামগঞ্জে ২২৮৬, হবিগঞ্জে ১৭০০ এবং মৌলভীবাজারে ১৬৫৭ জন।
একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১১ জন। এরমধ্যে সিলেট জেলার ১৫৩ জন, সুনামগঞ্জের ২২, হবিগঞ্জের ১৫ এবং মৌলভীবাজারের ২১ জন।
অন্যদিকে করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৯৭৩৭ জন। এরমধ্যে সিলেটে ৫০৩১ জন, সুনামগঞ্জে ১৯৭৬, হবিগঞ্জে ১২৫২ এবং মৌলভীবাজারে ১৪৭৮ জন।