সিলেটে চলন্ত ট্রাক থেকে কাঠ পড়ে শ্রমিকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার শাহজালাল সার কারখানার ভিতরে চলন্ত ট্রাক থেকে কাঠ পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে। নিহত ওই যুবক বালাগঞ্জ উপজেলার কোনা মধুরাই গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে মাহবুব আলী(২৫)। তিনি শাহজালাল ফার্টিলাইজার কোম্পানির শ্রমিক।
ফেঞ্চুগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লিটন রায় সুরতহাল রিপোর্ট ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সার কারখানার ভিতরে কাঠবাহী একটি ট্রাক প্রবেশ করে। এ সময় কারখানার শ্রমিক মাহবুব মাথায় করে সারের বস্তা নিয়ে যাচ্ছিলেন।
এ সময় চলন্ত ট্রাক থেকে একটি কাঠ এসে মাহবুবের ওপর পড়ে। কারখানার শ্রমিকরা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ট্রাকটি উদ্ধার করা হয়েছে। নিহত মাহবুবের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।