কুরআন অবমাননার প্রতিবাদে বালাগঞ্জ খেলাফত মজলিস’র মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
সুইডেন ও ডেনমার্কসহ বিশ্বের বিভিন্ন দেশে কুরআন অবমাননা ও মুহাম্মদ স. এর অপমানের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখা।
১৬ই সেপ্টেম্বর ২০ ইং বুধবার বিকাল ২ টায় বালাগঞ্জ বাজারে বাংলাদেশ খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা ফয়েজ আহমদের পরিচালনায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুইডেন ও ডেনমার্কসহ বিশ্বের বিভিন্ন দেশে কুরআন অবমাননা ও মুহাম্মদ স. এর অপমানের প্রতিবাদে এই মানববন্ধন করেন তারা।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ মুতাসিম বিল্লাহ জালালী, ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
আরো উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলার সহ সাধারণ সম্পাদক মাও.নজির আহমদ, দপ্তর সম্পাদক মাওঃ ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা হুসাইন আহমদ ইসলাহ, সহ প্রচার সম্পাদক হাঃ তাহির আলী, সদস্য কারী আবুল কালাম আঃ জলিল, মাওঃ জুনায়েদ আহমদ, মাওঃ শিব্বির আহমদ প্রমুখ।