রোটারীক্লাব অব মেট্রোপলিটন সিলেটের ছয়টি প্রজেক্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১১:০৩ অপরাহ্ণ
সুরমা নিউজ :
রোটারী ইন্টারন্যাশনাল -৩২৮২ এর সাবেক গভর্ণর ইঞ্জিনিয়ার এম.এ লতিফ বলেছেন, রোটারি আন্তর্জাতিক সেবা সংগঠন। ৭টি এভিনিউকে চিহ্নিত করে রোটারি বিশ্বব্যাপী আর্তমানবতায় কাজ করে যাচ্ছে। বর্তমানে কোভিড প্যানডামিকে রোটারি করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছে। আজ রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর অন্যতম ভাইব্রেন্ট ক্লাব রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট যে ছয়টি প্রজেক্ট সম্পন্ন করলো তা অত্যন্ত সুন্দর ও গুরুত্বপূর্ণ। এ জন্য তিনি ক্লাব প্রেসিডেন্টসহ ক্লাবকে ধন্যবাদ জানান।
তিনি ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর আম্বরখানাস্থ ইস্টার্ন প্লাজায় রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট আয়োজিত প্রজেক্ট সম্পন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের প্রেসিডেন্ট রোটারিয়ান রেহান উদ্দিন রায়হান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিপি রোটারিয়ান আহমেদ রেজাউল করিম জুবায়ের, এসাইন এসিস্ট্যান্ট গভর্নর পিপি রোটারিয়ান ফাহিম আহমেদ চৌধুরী, পিপি রোটারিয়ান কাজী মাঈনুল ইসলাম হেলাল, পিপি রোটারিয়ান আজিজুর রহমান, এসিস্ট্যান্ট গভর্নর ও রোটারি ক্লাব অব নর্থ এর পিপি রোটারিয়ান সামসুজ্জামান দুলন, রোটারি ক্লাব অব সিলেট গ্রীন এর প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান হায়দর খান, ক্লাব ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান ইকবাল হুসেন, রোটারি ক্লাব অব সিলেট হিলটাউন এর ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান দিদার হুসেন, রোটারী ক্লাব অব সিলেট সিটির ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান এস.এ শফি, রোটারিয়ান সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, রোটারিয়ান আসাদুজ্জামান রনি, ইসলামী ব্যাংক আম্বরখানা ব্রাঞ্চ ম্যানেজার রাব্বি কামাল চৌধুরী প্রমুখ।
রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে অনুষ্ঠানে স্কুল ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী প্রদান, দরিদ্র জনগণের মধ্যে মশারি বিতরণ, চালকদের মধ্যে রোটারি ব্রান্ডিং টি শার্ট বিতরণ, স্কুল শিক্ষার্থীদের জন্য মাস্ক ও সেনিটাইজার প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষের চারা প্রদান সহ মেধাবী শিক্ষার্থীকে কলেজ ভর্তির জন্য এককালীন নগদ সাহায্য প্রদান করা হয়।