শ্রীমঙ্গলে হোটেল ও রিসোর্টে ডিবি’র অভিযান : ৯ জন আটক
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২০, ৭:২৩ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার ডিবি পুলিশ শ্রীমঙ্গল থানা এলাকায় বিভিন্ন আবাসিক হোটেল ও রিসোর্টে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৯ জনকে আটক করেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ডিবি পুলিশের অভিযানে তাদেরকে আটক করা হয়। অভিযুক্তদের মধ্যে ৬ জন পুরুষ আর ৩ জন মেয়ে রয়েছেন। এসময় তাদের কাজ থেকে ১৬ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মৌলভীবাজার জেলার গোয়েন্দা শাখার ইনর্চাজ বিনয় ভূষন রায় জানান, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো: ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশনায় জেলা ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করে নয় জনকে গ্রেফতার করেছে।