বড়লেখায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২০, ৬:০১ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’ এ স্লোগানে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে এই সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) সূচনা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। এতে সূচনার পুষ্টি কর্মকর্তা আল-আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সূচনার উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদ্বীপ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রকৌশলী মো. সামসুল হক ভূঁইয়া।
সভায় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, নছিব আলী, সিরাজ উদ্দিন, এনাম উদ্দিন, ময়নুল হক, আহমেদ জুবায়ের লিটন, বিদ্যুৎ ক্লান্তি দাস, আজির উদ্দিন, সাহাব উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, এ.জে লাভলু প্রমুখ।