বাজারে প্রবেশের সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করলেন বালাগঞ্জের যুবকরা
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১২:১৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের বালাগঞ্জের রসুলগঞ্জ বাজারে প্রবেশের সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন ওই এলাকার সামাজিক সংগঠনের যুব নেতারা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের হামিদপুর গ্রামস্থ রসুলগঞ্জ বাজারে প্রবেশের রাস্তাটি সংস্কার করেছেন হামিদপুর সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।
দীর্ঘদিন ধরে সড়কটিতে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনেকটা অনুপযোগী হয়ে পড়ে। এ অবস্থায় হামিদপুর সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি তানভীর হাসান, প্রচার সম্পাদক তারেক আহমদ, সদস্য বুলবুল আহমদ, তামিম আহমদ, জুবেল, মুন্নাসহ স্থানীয় যুকরা স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কারে অংশ নেন।
হামিদপুর সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি তানভীর হাসান বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কটির বেহাল অবস্থা থাকায় চলাচলে স্থানীয় জনসাধারণের খুবই দুর্ভোগ পোহাতে হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার ধরনা দেয়ার পরও তারা কোনো উদ্যোগ না নেয়ায় স্থানীয় যুবকদের নিয়ে আমরা স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করছি।
তিনি বলেন, বর্তমানে সড়কটি সংস্কার হওয়ায় হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে। খুব শিগগিরই সড়কটি সরকারিভাবে সংস্কারের দাবি জানাই।