শ্রীমঙ্গল চা শ্রমিকের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় ১ কোটি ২১ লক্ষ ৪৫ হাজার টাকা বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২০, ৮:০৭ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রাজঘাট ইউনিয়নের ১২টি চাবাগানের ২৪২৯ জন চা শ্রমিকদের পরিবারের নিকট ১ কোটি ২১ লক্ষ ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় শ্রীমঙ্গল রাজঘাট চা বাগানে, চা শ্রমিকের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় সমাজসেবা কর্তৃক বাস্তবায়িত পরিবার প্রতি এককালীন ৫ হাজার টাকা করে ২৪২৯ জন কে ১ কোটি ৪৫ হাজার টাকা অর্থ সহায়তা বিতরণ করা হয়।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শ্রমিকদের পরিবারের হাতে প্রধান মন্ত্রীর উপহার তুলে দেন সরকারের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি শ্রী রণধীর কুমার দেব,চেয়ারম্যান শ্রীমঙ্গল উপজেলা পরিষদ, মো. নজরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার শ্রীমঙ্গল।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সুয়েব হোসেন চৌধুরী,রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী বিজয় বুনার্জী, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন,সাংগঠনিক সম্পাদক ছালিক আহমদ,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা,পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন,রাজঘাট চা বাগানের জি এম মাঈনুল ইসলাম, সহ ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।