দক্ষিণ আফ্রিকায় সিলেটের এক যুবকসহ ৪ বাংলাদেশি নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২০, ৫:২৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
দক্ষিণ আফ্রিকায় সিলেটের এক যুবকসহ নিখোঁজ রয়েছেন ৪ জন বাংলাদেশী। গত ২৬ আগষ্ট (বুধবার) দক্ষিণ আফ্রিকার ফ্রী স্টেট প্রদেশের উইনবার্গ ও সেনেরকাল থেকে একটি প্রাইভেট কারে চড়ে, একই প্রদেশের ভেলকম শহরে যাওয়ার পথে নিখোঁজ হন তারা । এব্যাপারে স্থানীয় পুলিশ স্টেশনে রিপোর্ট করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সবারই মোবাইল ফোন বন্ধ ছিল। ধারনা করা হচ্ছে তাদেরকে পথের মধ্যে কোথাও গাড়ীসহ অপহরণ করা হয়েছে।
নিখোঁজ চারজন হলেন- সিলেট নগরীর সওদাগরটুলা ৪নং বাসার আব্দুল মতিনের ছেলে আব্দুল মুকিত রাসেল, নোয়াখালী জেলার বেগম উপজেলার সাইফুল ইসলাম, চৌমুহনী উপজেলার মুহাম্মদ ফরহাদ ও চাটখিল উপজেলার মহসিন।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ফ্রী স্টেট প্রদেশে অপহরণের হার বৃদ্ধি পাওয়ায় নিখোঁজ প্রবাসীদের স্বজনরা দুশ্চিন্তায় রয়েছেন।