আজ শাবিতে করোনা শনাক্ত ৫২ জনের
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২০, ৯:৫৮ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় ৫২ জন ব্যক্তি করোনাক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় এই ৫২ জনের করোনা শনাক্ত হয়।
এ তথ্য নিশ্চিত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি.এম. নূরনবী আজাদ জুয়েল। তিনি বলেন, শাবিতে নতুন শনাক্তের মধ্যে সিলেটের ১৩ জন, মৌলভীবাজারের ১৯ জন ও হবিগঞ্জ জেলার ২০ জন রয়েছেন।