সিলেটে ১২ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২০, ৭:৪৪ অপরাহ্ণ
সিলেটে ১২ লাখ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে কানাইঘাট থানাধীন দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে ১২ লাখ টাকা মূল্যের ২৪ শ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কানাইঘাট উপজেলার নকতিপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে হিবজুর রহমান (৫৭) এবং একই উপজেলার সুনারখেও গ্রামের শরিফ উদ্দিনের ছেলে ফয়ছল আহম্মেদ (২১)।
পরে তাদেরকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ কানাইঘাট থানায় হস্তান্তর করেছে র্যাব।