৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২০, ৪:০৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের লরিটি উদ্ধার করে মৌলভীবাজারের কুলাউড়া জংশন থেকে আসা উদ্ধারকারী রেল। এর পরই ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানা গেছে।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে কুলাউড়া উপজেলার ভাটেরা রেলস্টেশনের অদূরে মোমিনছড়া চা বাগান এলাকায় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।
সিলেট রেলস্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান ও কুলাউড়া স্টেশনমাস্টার মুহিবুর রহমান ট্রেন চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্রেনের পরিচালক আলাউদ্দিন জানান, ৯৫২ নম্বর মালবাহী ট্রেনটি মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর মাইজগাঁও ও ভাটেরা স্টেশনের মধ্যবর্তী মোমিনছড়া চা বাগান এলাকায় একটি বগির ৮টি চাকা লাইনচ্যুত হয়।
এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে পার্শবর্তী বরমচাল স্টেশনে ৪ ঘণ্টা আটকা ছিল যাত্রীবাহী সুরমা এক্সপ্রেস ট্রেন।
খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যায় এবং দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারের পর দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।