মৌলভীবাজারে ভোক্তা অধিকার নিশ্চিতে ভ্রাম্যমান আদালতের অভিযান
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২০, ৫:০৬ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিনিধি :
ভোক্তা অধিকার সংরক্ষণ ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে পরিচালনা ভ্রাম্যমান আদালতের করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। এ সময় ছয়টি মামলায় তিন হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম ও শামীমা আফরোজ মারলিজের নেতৃত্বে সদর উপজেলার কোর্ট রোড, চৌমোহনা, ও পশ্চিমবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য সংরক্ষণ করা, অনুমোদনহীন পণ্য বিক্রয় করা, স্বাস্থ্যবিধি অমান্য করে ব্যবসা পরিচালনা করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় মোট ছয়টি মামলায় তিন হাজার ৯শ’ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।