নগরীর নয়াসড়ক মসজিদের দানবাক্সের টাকা চুরি
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীর নয়াসড়ক জামে মসজিদের দানবাক্সের তালা ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে এই চুরির ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয় মুসল্লিরা।
নয়াসড়ক জামে মসজিদের নতুন ভবনের নির্মাণ কাজ চলছে। এ কাজে সহযোগিতার জন্য মসজিদের সামনের বৈদ্যুতিক খুঁটিতে একটি দানবাক্স ও মিরবক্সটুলা রোডে মসজিদ সংলগ্ন আরেকটি বাক্স বসানো হয়। মসজিদ ভাঙ্গার পর থেকে বর্তমানে নামাজ আদায় করা হয় পার্শ্ববর্তী রোজ টাওয়ারের নিচে। এই টাওয়ারের সামনে ও মানিকপীর কবরস্থানের গেইটেও দান বাক্স বসানো হয়। কিন্তু শুক্রবার রাতের কোনো এক সময় রোজ টাওয়ারের সামনের বাক্সটির তালা ভেঙ্গে কে বা কারা টাকা চুরি করে নিয়ে যায়।
গতকাল শনিবার দুপুরে মুসল্লিরা দেখতে পান রোজ টাওয়ারের সামনের দান বাক্সটি তার নির্দিষ্ট স্থানে নেই এবং নিচে কিছু টাকা পড়ে আছে। বিষয়টি জানাজানি হলে মসজিদের মোতাওয়াল্লি, স্থানীয় কাউন্সিলরসহ সবাই ঘটনাস্থলে ছুটে যান। বিকেলে সিটি করপোরেশনের কাউন্সিলর রাশেদ আহমদের উপস্থিতিতে বাকি তিনটি দানবাক্স খুলে টাকা বের করা হয়। এ সময় ৩টি দানবাক্সে ৯০ হাজার ৩১৭ টাকা পাওয়া যায়। গত ৩/৪ দিন আগে নগরের খাঁরপাড়া আরজদ আলী জামে মসজিদের দানবাক্স থেকেও টাকা চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা তালহা জুনেদকে এই মসজিদের দানবাক্সের চাবি ও টাকা-পয়সার হিসেব রাখার জন্য মেয়র আরিফুল হক চৌধুরী দায়িত্ব দিয়েছিলেন।
দান বাক্সের দায়িত্বে থাকা সিসিক কর্মকর্তা তালহা জুনেদ বলেন, ‘নয়াসড়ক মসজিদের উন্নয়ন কাজের জন্য চারটি দানবাক্স রয়েছে। এর মধ্যে গতকাল দুপুরে বর্তমানে নামাজের স্থান রোজ টাওয়ারের সামনের দান বাক্সটি খোলা অবস্থায় পাওয়া যায়। আমি বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে মেয়রকে জানাই। তিনি আমাকে পুলিশকে জানানোর জন্য বলেন। পরবর্তীতে পুলিশকে জানানো হয়।’ তিনি আরও বলেন, ‘চুরি হওয়া বাক্সটি আমরা একমাস পর পর খুলতাম। সেটা থেকে ৫-৭ হাজার টাকা পাওয়া যেত।’
নয়াসড়কে মসজিদের মোতাওয়াল্লি আব্দুল মালিক রাজা মিয়া বলেন, ‘দানবাক্সের দায়িত্বে যারা ছিলেন তাদের অবহেলার কারণে মসজিদের টাকাগুলো চুরি হয়েছে। প্রতি মাসে দানবাক্স খোলার কথা থাকলেও গত চারমাসে তা খোলা হয়নি। ওই টাওয়ারের সিসি ক্যামেরা দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।