বালাগঞ্জ আইসিটি মামলায় ১৭জনের আগাম জামিন
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২০, ৯:০৭ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় (আইটিসি) চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের পর তাদেরকে বিচারিক আদালতে জামিন আবেদন করতে নির্দেশ দেন হাইকোর্ট।
বিএনপি’র ১৭ নেতা-কর্মী আদালতে হাজির হয়ে জামিন আবেদনের পর রবিবার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি এম.এনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট কামরুজ্জামান সেলিম।
জামিন প্রাপ্তরা হলেন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম মুজিবুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সমাজসেবা সম্পাদক আদিল আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহীন আহমদ, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা শাহরিয়ার আহমদ খালেদ, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা নুরুল ইসলাম, বালাগঞ্জ সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুনেদ আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-জলবায়ু সম্পাদক জাবুল আহমদ, ইমন এহসান, আবুল কালাম, আনছার আলী, ইমাম উদ্দিন, আমিনুর রহমান তুহেল, নুরুল ইসলাম নিহাদ, শাহরিয়ার হুসাইন লিমন, মোঃ শাহজাহান, আলীম আহমদ, সোহেল আহমদ মামুন।
এর আগে, গত ৪ সেপ্টেম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শায়েস্থা মিয়া বাদী হয়ে বালাগঞ্জ থানায় বিএনপি’র ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
মামলায় অভিযোগ বলা হয়, বিগত দিন আসামীগণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের নিজ নিজ আইডি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীদের বিরুদ্ধে মানহানিকর স্ট্যাটাস দিচ্ছেন এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ফেসবুক ও ইলেকট্রনিক মিডিয়ায় মাধ্যমে অশালীন মন্তব্য করছেন।