সুনামগঞ্জে কৃষকের ওপর দিয়ে উঠে গেল নৌকা, পানির নিচ থেকে লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২০, ৫:৫১ অপরাহ্ণ
সুনামগঞ্জ সংবাদদাতা :
সুনামগঞ্জের ছাতক উপজেলার ছিকার হাওরে নৌকার ধাক্কায় মঈনউদ্দিন (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার ছিকার হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মঈনউদ্দিন উপজেলার দক্ষিণ খুরমা ইউপির হাতধলানী গ্রামের মৃত মছকন্দর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাই শাহমাজার প্রাঙ্গণে নদী থেকে নিজ জমিতে কৃষিকাজ সম্পন্ন করে মঈনউদ্দিন ছিকা হাওরে সাঁতার দিয়ে পার হয়ে বাড়িতে ফিরছিলেন। পথে একটি ইঞ্জিনচালিত নৌকা তার ওপর দিয়ে উঠে যায়। এ সময় নৌকার ফ্যানের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন বন্ধ হয়ে পড়ে।
নৌকার মাঝি কাইল্যাচর গ্রামের রহিম মিয়া ও তার সঙ্গীরা তাকে নৌকার ফ্যান থেকে ছাড়িয়ে হাওরে আহতাবস্থায় রেখে পালিয়ে যায়।
জাউয়াবাজার পুলিশ তদন্তকেন্দ্রের এসআই সোহেল রানা ও এসআই রেজাউল করিম রেজা জানান, রাত সাড়ে ১০টায় জেলেরা ঘটনাস্থল থেকে জাল দিয়ে মঈনউদ্দিনের মরদেহ পানির নিচ থেকে উদ্ধার করে। ঘটনাস্থল গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।