জকিগঞ্জে গাঁজাসহ আটক পিতা-পুত্র কারাগারে
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২০, ৯:৩০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের জকিগঞ্জে আধা কেজি গাঁজাসহ পিতা-পুত্রকে আটকের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাতে জকিগঞ্জ থানার এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামে অভিযান চালিয়ে মৃত হরলাল বিশ্বাসের ছেলে মাদক ব্যাবসায়ী গৌরাঙ্গ বিশ্বাস (৪৫) ও তার ছেলে সুভাস বিশ্বাসকে (১৮) আধা কেজি গাঁজাসহ আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জকিগঞ্জ থানার এসআই শাহিনুর রহমান জানিয়েছেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গৌরাঙ্গ বিশ্বাসের নেটওয়ার্কে যারা মাদকের ব্যবসা করতেন, তাদের ব্যাপারেও খোঁজখবর নেওয়া হচ্ছে।