বিয়ানীবাজার থেকে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি অপহরণের ঘটনায় থানায় মামলা
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২০, ৭:২৮ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজার পৌরশহর থেকে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি অপহরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ভিকটিম আব্দুল করিম লস্কর বাদী হয়ে শুক্রবার বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন। অপহরণের ঘটনায় বড়লেখা উপজেলা থেকে ধৃত পাঁচজনকে আজ শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, এ্যাপেক্স ফার্মার বিক্রয় প্রতিনিধি আব্দুল করিম লস্করের কাছে অপহরণকারীদের টাকা পাওনা ছিল। গত শুক্রবার তারা বিয়ানীবাজার পৌর শহর থেকে আব্দুল করিমকে জোর করে গাড়িতে তোলে নেয়। একসময় করিম পানি পান করতে চাইলে অপহরণকারিরা কানুনগো বাজার এলাকায় গাড়ি থামায়। এ সুযোগে ভিকটিম চিৎকার করলে স্থানীয় জনতা বেলা ২টায় গাড়ি আটক করে। তারা মাইক্রোসহ ৫ অপহরণকারী ও ভিকটিমকে বড়লেখা থানায় সোপর্দ করেন। বড়লেখা থানা থেকে অপহৃত করিম ও অপহরণকারীদের বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়।
ধৃতরা হলো মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার উত্তর বড় ডহর এলাকার মৃত সৈয়দ আব্দুল হান্নানের পুত্র আব্দুর রশিদ (৩০), বাছির পুর এলাকার দুলাল আহমদের পুত্র শাকিল আহমদ (২৩), শওকত আলীর পুত্র সুমন আহমদ (২২), বেলাগাও এলাকার মৃত আব্দুল মতিনের পুত্র মাইক্রো চালক ফরমুজ আলী এবং বড়লেখা উপজেলার রাফিনগর এলাকার হাফিজ উদ্দিনের পুত্র মাহবুবুর আহমদ (২৩)।
বিয়ানীবাজার থানা সূত্র জানায়, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে (মামলা নং ১৫/১১-০৯-২০২০)।
উল্লেখ, ভিকটিম আব্দুল করিম লস্করের বাড়ি জকিগঞ্জ উপজেলায়। তিনি এ্যাপেক্স ফার্মার বিয়ানীবাজার উপজেলা বিক্রয় প্রতিনিধি।