আর্থ-সামাজিক কর্মকান্ডে মজলিস কর্মীদের বলিষ্ঠ ভুমিকা পালন করতে হবে : মুনতাসিব আলী
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২০, ৩:২৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
মজলুম মুসতাদআফিন মানুষের আহাজারিতে আজ বাতাস ভারি হয়ে উঠেছে। করোনাকালীন কর্মহীন গণমানুষের আয়ের উৎস বন্ধ হয়ে দিশেহারা জাতি। কঠিন এ পরিস্থিতিতে অসহায় মজলুম মানুষের মুক্তির লক্ষে খেলাফত মজলিসের কর্মীদের আর্ত সামাজিক কর্মকান্ডে বলিষ্ঠ ভুমিকা পালন করতে হবে।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী আজ ১২ সেপ্টেম্বর মৌলভীবাজারের বড়লেখায় সংগঠনের দিনব্যাপী এক তরবিয়তী মজলিসে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসিব আলী আরো বলেন, জাতীয় নেতৃত্বের প্রতি আজ জনগণের আস্থার চরম সংকট দেখা দিয়েছে। জ্ঞান ও চারিত্রিক উৎকর্ষ সাধন করে আগামীর নেতৃত্বের শূন্যতা পুরোন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে।
উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা লুতফুল রহমানের পরিচালায় সদর ইউনিয়ন মিলনায়তনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা সহ সভাপতি মাওলানা লুতফুল রহমান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবুল খালিক, জেলা তথ্য ও গবেষণা সম্পাদক এম. এম আতিকুর রহমান।
উপস্থিত ছিলেন উপজেলা সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা সাইদুর রহমান, মাওলানা মুতাহিরুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ফয়সল আলম স্বপন, বায়তুলমাল সম্পাদক মাওলানা মনসুর আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক সেলিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা এনামুল হক, হাবিবুর রহমান, ছাত্র মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কামরুল হাসান প্রমুখ।