শ্রীমঙ্গলে কলেজ ছাত্র সাক্ষরের অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২০, ২:২৯ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কল্যাণ দেব এর বড় ছেলে শ্রীমঙ্গল সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাক্ষর দেবের অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা শিশুদের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার স্বার্থে শিশুদের মানবিক শিক্ষায় গড়ে তোলার জন্য শিক্ষক ও অভিভাবকদের একত্রে কাজ করার জন্য আহব্বান জানান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার এর সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষিকা অনিতা দেব এর সঞ্চালনায় ও প্রাথমিক শিক্ষা পরিবার ীমঙ্গল এর আয়োজনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক চক্রবর্তী, মৌলভীবাজার জেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিক, বেগম রাসুলজান আব্দুল বারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিমান বর্ধন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনসুর ইকবাল, ভাড়াউড়া প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কল্যাণ দেব, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক একরামুল কবির প্রমূখ।