ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা’র সহযোগী সদস্য শিক্ষা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২০, ১:১৪ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার উদ্যোগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দয়ামীরস্থ মাস্টার বাড়িতে নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে এক শিক্ষা সভা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি ফখরুল ইসলাম’র সভাপতিত্ত্বে ও সেক্রেটারি মুহাম্মদ শাহাব উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ।
দারসুল কোরআন পেশ করেন খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা হোসাইন আহমদ মিসবাহ।
বক্তব্য রাখেন খেলাফত মজলিস ওসমানী নগর উপজেলা নির্বাহী সদস্য কে এম রায়হান আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বায়তুল মাল সম্পাদক মুজ্জাম্মিল হক, প্রকাশনা সম্পাদক শামসুল ইসলাম, নাসিম আহমদ সোহাগ, আজমল হোসেন প্রমূখ।