সিলেটে শিওরক্যাশের অর্ধকোটি টাকা লোপাট
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের কানাইঘাট উপজেলায় রূপালী ব্যাংকের শিওরক্যাশ এজেন্টদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে। এর ফলে এজেন্টরা প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের উপবৃত্তি এবং করোনাকালীন সরকারের বিভিন্ন অনুদানের টাকা গ্রাহকদের দিতে পারছেন না।
শুক্রবার বিকালে কানাইঘাট উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন শিওরক্যাশ এজেন্ট ব্যবসায়ীরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন এজেন্ট আবদুল কাহির।
তিনি বলেন, কানাইঘাট-জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার আওতাধীন রূপালী ব্যাংকের শিওরক্যাশের ডিস্ট্রিবিউটর সাহেদ আহমদ চৌধুরী জকিগঞ্জের কাজলশার গ্রামে তার বাড়ি হলেও বিয়ানীবাজারে এমএস কালার্স নামে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। ১ জুলাই থেকে সাহেদ আহমদ চৌধুরী কানাইঘাট উপজেলার বিভিন্ন বাজারের শিওরক্যাশ মোবাইল ব্যাংকিং এজেন্টের কাছ থেকে এজেন্ট কোডের মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছেন। অনেক ব্যবসায়ীর কাছ থেকেও টাকা নিয়েছেন তিনি। ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে গিয়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো ব্যবসায়ীর ফোনও ধরছেন না। নিরুপায় হয়ে ৮ সেপ্টেম্বর কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।
সংবাদ সম্মেলনে শিওরক্যাশ এজেন্টদের মধ্যে ইয়াহিয়া, শিব্বির আহমদ, জাকারিয়া, সেলিম উদ্দিন, আবদুস শহিদ, জিল্লুর রহমান, বদরুল ইসলাম, মাহমুদ হোসেন, হেলাল আহমদ, আলমাছ উদ্দিন, হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।