দিরাইয়ে খাল থেকে শিশুর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২০, ৬:০৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের দিরাইয়ে খাল থেকে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে দিরাই থানা পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামের মধ্য খালে ৪-৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক শিশুর অর্ধগলিত লাশটি দেখতে পান গ্রামবাসী। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, সকালের দিকে গ্রামের মধ্য খালে একটি শিশুর লাশ ভাসমান অবস্থায় দেখা যায়, পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তবে শিশুটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করেছে। পরিচয় শনাক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।