ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক সপরিবার করোনায় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২০, ৪:৩৬ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
এফআইআরডিবি কোভিড-১৯ সাহায্যকারী দলের টিমলিডার ইয়াহিয়া বিলালের সহায়তায় ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদের সপরিবার করোনার উপসর্গ দেখা দেয়। তাই একই পরিবারের তিনজনকে এফআইআরডিবির সাহায্যকারী দল বৃহস্পিতবার (১০ সেপ্টেম্বর) রাত ১১ টায় মৌলভীবাজার সদর হাসপাতালে করোনা ইউনিটে নিয়ে আসেন।
২৫০ শয্যা হাসপাতালের ডাঃ আহমেদ ফয়সাল জামান আবাসিক মেডিকেল অফিসার ও জরুরি বিভাগের চিকিৎসক এবং হাসপাতালের স্টাফদের সার্বিক সহযোগিতা এফআইআরডিবি কোভিড-১৯ সাহায্যকারী দলে ছিলেন এফআইআরডিবির রাশেদা আক্তার, শাহিনা বেগম, লাবিবা,ও সেলিম খান উপস্থিত ছিলেন।
আর্তমানবতার সেবায় এফআইআরডিবি মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়মিত করোনা নমুনা পরীক্ষা দিতে আসা রোগীদের বিনামূল্য স্বেচ্ছাসেবকের দ্বায়িত্ব পালন করে আসছে এই সংগঠনটি।