গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা, নির্যাতিত নেতাদের প্রত্যাখান
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে সিলেট জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২১ সদস্য বিশিষ্ট এ তিনটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
আহবায়ক কমিটির উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ ও সদস্য সচিব ফাহিম চৌধুরী, পৌর ছাত্রদলের আহবায়ক
তারেক আহমদ চৌধুরী ও সদস্য সচিব মাফরুজ আলম এবং ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক কামিল আহমদ তালুকদার ও সদস্য সচিব মতিউর রহমান মোমিনের নাম ঘোষণা করা হয়।
আহবায়ক কমিটিতে স্থান পেলেন যারা- উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, আজিজুল হক স্বপন, জাকারিয়া শাহজাহান, সাকেল আহমদ সাকিল, জায়েদুল ইসলাম শিপু, ওলিউর রহমান, জয়নুল হোসেন রিফাত, আব্দুল ফাত্তাহ, আলী আহমদ, সুফিয়ান আহমদ, সাজু মিয়া, মোঃ রেদওয়ান উদ্দিন, সদস্য দেলোয়ার হোসেন মান্না, আশফাক আহমেদ চৌধুরী, আহমেদ মনসুর, রিয়াজ উদ্দিন, মাহবুব হোসেন নাদিম, সুয়েদুর রহমান।
পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়সল আহমদ, সুয়েদ আহমদ, ফয়েজ আহমদ, মিজানুর রহমান সুজন, সৈয়দ দেলোয়ার হোসেন দিদার, জুম্মান উদ্দিন সোহাগ, নাভিদ আঞ্জুম রিফাত, রাজন আহমদ, হিমেল আহমদ, আলী আশরাফ খালেদ, সদস্য জাহির হোসেন, তাহমিদুর রহমান চৌধুরী, সাব্বির আহমদ, তানভীর হোসেন, ওমর ফারুক মুন্না, ফাহিম মুনতাসির সুমিত, শোয়াইব কাদির, শাহরিয়ার হোসেন নাহিম।
ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রদলে যুগ্ম আহবায়ক সুবেদ আহমদ, মস্তাক আহমদ, এমরান হোসেন, তোফায়েল আহমদ সুমেল, মাহফুজুর রহমান মারজান, সুহেদ আহমদ, সুলতান আহমদ, নজমুল ইসলাম চৌধুরী ফাহিম, নাদির আহমদ, নিশাত মস্তাক ইনান, সদস্য শাহিদ হাসান মান্না, সাকিব আহমদ, রিফাত আহমদ ফাহিম আহমদ, রাসেল আহমদ, আব্দুল মুহাইমিন ইসলাম রাহী , মুর্শেদ ইসলাম, তায়েফ আহমদ রুহেল, মিনহাজ আহমদ খাঁন।
আহবায়ক কমিটিকে আগামী ৬০দিনের মধ্যে উপজেলা শাখার আওতাধীন সকল ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।
এদিকে গোলাপগঞ্জের ৩টি ইউনিটের ছাত্রদলের কমিটি ঘোষণা হওয়ার পর থেকে দলের ত্যাগী, নির্যাতিত, রাজনৈতিক একাধিক মামলার আসামী, মিছিল মিটিংয়ে সরব নেতারা কমিটি প্রত্যাখান করে সংবাদ সম্মেলনে করেছেন। গতকাল বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর)বিকাল ৪টায় ঢাকাদক্ষিণ বাজারে একটি হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ত্যাগী এসব নেতারা বিভিন্ন অভিযোগ তোলে ধরে বলেন, প্রকৃত ছাত্র নেতাদের মূল্যায়ন না করে অর্থের বিনিময়ে ব্যক্তি স্বার্থের পকেট কমিটি করা হয়েছে।
আবার অনেকে ছাত্র নই, অনেকে বিবাহ করে বাচ্চা সন্তানের জনক তারাও গোলাপগঞ্জের ৩টি ইউনিটের কমিটিতে স্থান পেয়েছে। প্রবাসী, অছাত্র, দলছুট ও কতিপয়দেরকে কমিটিগুলোতে অন্তভূক্তি করা হয়েছে যা-দলীয় গঠনতন্ত্রের পরিপন্থি। তা দেখে ত্যাগী নেতাকর্মীরা হতবাক হয়েছেন। তারা অতি সত্তর গোলাপগঞ্জ উপজেলার ৩ ইউনিটের পকেট কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়ার জোর দাবি জানান।