ওসমানীর হিমঘরে অজ্ঞাত ব্যক্তির লাশ, পরিচয় জানতে চায় পুলিশ
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২০, ৫:১৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
দক্ষিণ সুরমা থানার বনগাঁও এলাকায় সুরমা নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। আনুমানিক ৩৫ বছরের ওই ব্যক্তির গায়ের উপরিভাগে গোলগলা টি-শার্ট থাকলেও নিচের ভাগে কাপড় ছিল না। গতকাল মঙ্গলবার সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ সূত্র জানায়, লাশটি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। কেউ পরিচয় নিশ্চিত হলে কামালবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই সাঈদুর রহমানের (০১৭১১৪৫৬২৩৬) সঙ্গে যোগাযোগ করতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।