সিলেটে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ হাজার ৬৭২
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২০, ২:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেট বিভাগে বুধবার (৯ সেপ্টেম্বর) নতুন করে আরও ১১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ হাজার ৬৭২ জন।
সবশেষ বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪১ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বুধবার ওসমানীর ল্যাবে ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ৩৭ জন, সুনামগঞ্জের একজন, হবিগঞ্জের একজন এবং মৌলভীবাজারের দুজন রয়েছেন।
অন্যদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, বুধবার শাবির ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ২২ জন, মৌলভীবাজারের ৬ জন, হবিগঞ্জের ১৮ জন ও সিলেট জেলার ২৪ জন রয়েছেন।
গেলো ৫ এপ্রিল বিভাগে প্রথম রোগী শনাক্ত হবার পর বুধবার পর্যন্ত সিলেট জেলায় ৬ হাজার ২৪৯, সুনামগঞ্জে ২ হাজার ১৮৮, হবিগঞ্জে ১ হাজার ৬৩৯ এবং মৌলভীবাজারে ১ হাজার ৫৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।