তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদন
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২০, ২:১৯ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ০৪ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।
গত ২৬ আগষ্ট বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট-এর মোহাম্মদ ময়নুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে এডহক কমিটি অনুমোদিত হয়েছে।
এডহক কমিটিতে যারা জায়গা পেলেন:
১। সভাপতি, বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(বোর্ড কর্তৃক মনোনীত)।
২। শিক্ষক প্রতিনিধি, রহিমা খাতুন।
৩। অভিভাবক প্রতিনিধি, ম.আ.মুহিত।
৪। সদস্য সচিব, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
চিঠিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের আলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্টানের গভণিং বডি ও ম্যানেজিং প্রবিধানমালা ২০০৯ এর ৩৯ (৯) ধারানুযায়ী এডহক কমিটির সদস্যের সমন্বয়ে গঠিত তাঁর বিদ্যালয়ে ম্যানেজিং কমিটিকে অনুমোদন দেয়া হল। আরও বলা হয়েছে, উক্ত কমিটির স্মারক ইস্যুর তারিখ হতে পরবর্তী ০৬ মাসের জন্য স্থায়ী করা হলে। উল্লেখ্য যে, এই কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।