শাবির ল্যাবে আরো ৭৩জনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২০, ১২:১৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর পিসিআর ল্যাবে আরো ৭৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। বুধবার রাতে তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
এ তথ্য নিশ্চিত করেন শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।
তিনি জানান, বুধবার শাবির ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষায় করে ৭৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জের ২২জন, হবিগঞ্জের ১৮ জন, মৌলভীবাজারের ৯ জন ও সিলেট জেলার ২৪জন রোগী রয়েছেন।
© All rights reserved © 2017 sylhetprotidin.com