গোলাপগঞ্জে প্রাইভেটকারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৩ অপরাহ্ণ
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জের লক্ষীপাশা থেকে ৫কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। এসময় গাঁজাবহনকারী একটি প্রাইভেটকার ও মাদক বিক্রির নগদ দুই হাজার টাকা জব্দ করা হয়।গ্রেফতারকৃত নজরুল সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসলামাবাদ গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে ।
র্যাব জানায়,গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ৩টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিনি.এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামান সহ সিপিসি ১ (সিলেট ক্যাম্প) নেতৃত্বে গোলাপগঞ্জ থানার লক্ষীপাশা ইউনিয়নের বাউসী থেকে নজরুল(৪২)কে গ্রেফতার করা হয়।
জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক আইনে গোলাপগঞ্জ মডেল থানায় করে এবং থানায় হস্তান্তর করে।