নেই ডাক্তারী সনদ তবুও তিনি সিলেটের অভিজ্ঞ চিকিৎসক!
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১০:৪০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের কানাইঘাটের সড়কের বাজারে এক ভূয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
স্থানীয় লোকজন জানান, সড়কের বাজারে ভিলেজ ফর হেলথ্ মেডিকেল হল নামে চেম্বার খুলে অভিজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন এসএ এনাম নামে এক ব্যক্তি। তার কোনো চিকিৎসক সনদ নেই।
এমন সংবাদের প্রেক্ষিতে বুধবার বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ বারিউল করিম খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছকে নিয়ে এস.এম এনাম হোসেন মুজাক্কিরের চেম্বারে যান। এ সময় এনামকে তার চিকিৎসা সনদপত্র দেখানোর জন্য ইউএনও বারিউল করিম খান বললেও তিনি তার কোন সনদপত্র দেখাতে পারেন নি।
এ ঘটনায় তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে এস.এম এনাম হোসেন মুজাক্কিরকে মামলা দায়েরের মাধ্যমে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এছাড়াও একই দিনে সড়কের বাজারে অভিযান চালিয়ে একটি আইসক্রিম ফ্যাক্টরির মালিককে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী কর্মকর্তা।