ছাতকে গলায় রশি দিয়ে কৃষকের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১০:১৯ অপরাহ্ণ
ছাতক সংবাদদাতা :
ছাতকে গাছের ডালে গলায় রশি দিয়ে আরফান আলী (৪০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামের সুরুজ আলীর ছেলে। বুধবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গ্রামের একটি বরুণ গাছের ডালে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় আরফান আলীকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন পরিবারের লোকজনকে খবর দেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে মর্গে পাঠানো হয়।
থানার উপ-পরিদর্শক অতিকুল আলম ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি প্রাথমিক ভাবে আত্নহত্যা বলে ধারনা করা হচ্ছে। তবে কি কারণে এই আত্নহত্যা এ বিষয়ে পরিবারের কেউ কিছু বলতে পারছে না। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।