দক্ষিণ সুরমা থেকে যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২০, ৯:৪৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন বনঁগাও নামক স্থানে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ে একটি লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে এই লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, দক্ষিণ সুরমা থানাধীন বনঁগাও নামক স্থানে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশের বয়স অনুমান ৩৫ বছর, লাশের গায়ে গোলগলা গেঞ্জি ও নিম্নাঙ্গে পরনে কিছু নাই। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে লাশটি নদীতে ভাসতে ভাসতে কামালবাজার ইউপি অতিক্রম করে বনগাঁও নামক স্থানে আসে। লাশটি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রক্ষিত রয়েছে।
কামালবাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সাইদুর রহমান অজ্ঞাত লাশটি উদ্ধার করে সুরতহাল প্রস্তুতসহ আইনানুগ কার্যক্রম করেন।
মৃত দেহটি যদি কারো পরিচিত হয়ে থাকে বা আত্মীয়স্বজনের সন্ধান পান তাহলে এসআই সাইদুর রহমান (০১৭১১৪৫৬২৩৬) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।