ইউএনও ওয়াহিদা খানম’র উপর হামলার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২০, ৬:৪৪ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের কুলাউড়ায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর নির্মম হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মুখে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে’র সভাপতিত্বে ও কমান্ড কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুক মিয়ার সঞ্চালনায় একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়ারদৌস হাসান, আমরা মুক্তিযোদ্ধা সন্তানের সাধারণ সম্পাদক ইমদাদুল হক সুলতান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধার সন্তান ফাউন্ডেশনের সভাপতি শাহিদুর রহমান শাহি প্রমুখ।
মানববন্ধন কমসূচিতে বক্তারা বলেন, ঘোড়াহাট ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার জোড় দাবি জানান। বৈশি^ক মহামারি করোনাকালে সরকারের মাঠ প্রশাসনের কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। তাই সরকারকে অবশ্যই তাদের নিরাপত্তা নিশ্চিত করা আহবান জানান বক্তরা।