ছাতকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২০, ৬:২০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের ছাতকে আরমান আলী (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (সেপ্টেম্বর) সকালে তার নিজ বাড়ীর পিছনের একটি গাছের ডালের সাথে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
মৃত আরমান উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।