সিলেটে র্যাবের অভিযানে ৭ লক্ষ টাকার ভারতীয় পাতার বিড়ি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২০, ৬:০৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের জৈন্তাপুর থেকে ভারতীয় পাতার বিড়ির বড় চালান উদ্ধার করেছে র্যাব-৯। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় জৈন্তাপুরের মানিকপাড়া এলাকা অভিযান চালিয়ে পাতার বিড়ির চালান উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইন জানান, র্যাব-৯ এর উপঅধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি নাহিদ হাসান এবং মিডিয়া অফিসার এএসপি ওবাইন এর সমন্বয়ে গঠিত সদর কোম্পানি (সিলেট ক্যাম্পের) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ লক্ষ ৫১ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি জব্ধ করেন। তবে চোরাচালানকারবারী কাউকে গ্রেপ্তার করতে পারেনি র্যাব।
জব্দকৃত মালামাল জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে জানান তিনি।