সিলেটে বাসচাপায় প্রাণ গেল দুই যুবকের
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২০, ৯:৫৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটে বাসচাপায় সুদ্বীপ দেব (২৩) ও মান্না (২৫) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের খালেরমুখ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত সুদ্বীপ সুরমা উপজেলার জালালপুরের হাশামপুর গ্রামের সুনিল দেবের ছেলে ও মান্না একই গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট-কুলাউড়া সড়কে চলাচল করা যাত্রীবাহী মিনিবাস সিলেটের উদ্দেশে আসার পথে ঘটনাস্থলে আসামাত্র বিপরীতগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুদ্বীপ নিহত হন। গুরুতর আহত অবস্থায় মান্নাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাহাবুল ইসলাম জানান, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সামনে সিলেট অভিমুখী মিনিবাস বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আরেকজন মারা যান।