বিয়ানীবাজারে করোনায় ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২০, ৯:১২ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজারে করোনায় একজনের মৃত্যু ও নতুন সাতজন আক্রান্ত হয়েছেন। গত ৬ সেপ্টেম্বর রবিবার নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, রবিবার দুপুরে মারা যান মাথিউরা ইউনিয়নের পূর্বপার গ্রামের হারিছা বেগম (৬৫)। তিনি সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার রাতে গ্রামের বাড়িতে স্বাভাবিক নিয়মে তার দাফন সম্পন্ন হয়। এদিন রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
নতুন একজনসহ উপজেলায় এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১৯ জন।
এদিকে, ৬ সেপ্টেম্বর আরও ৭জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ৩৫৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
এছাড়া, রোববার সংক্রমিত ১৬ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত উপজেলায় মোট ২২৮ জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন।