বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও বাসভবনে নিরাপত্তা জোরদার
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২০, ৮:৪৬ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার সকাল থেকে সেখানে চারজন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে একজন সহকারী প্লাটুন কামান্ডার ও তিন জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তারা ইউএনও’র কার্যালয় ও বাসভবনে সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। নির্দেশনা আসলে ইউএনও যখন বাইরে যাবেন তখন আনসার সদস্যরা তার নিরাপত্তার জন্য সাথে যাবেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফাতেমা বেগম জানান গণমাধ্যমকে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশে সোমবার সকাল থেকে ইউএনও’র নিরাপত্তায় চারজন সশস্ত্র আনসার সদস্যকে মোতায়েন করা হয়েছে।
এর আগে গত শুক্রবার সকাল থেকে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুবের নিরাপত্তায় তার কার্যালয় ও বাসভবনে ৪ জন নিরস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছিল।