বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে মৌলভীবাজার জেলা পরিষদের দায়িত্ব নিলেন রিজুয়ানা ইয়াসমিন
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২০, ৮:৪২ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। এ সময় অফিসের সকল কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজওয়ান ইয়াসমিন সুমি দায়িত্ব পাওয়ায় তিনি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারের যাবতীয় সকল কাজকর্ম তিনি যেন সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারেন সে জন্য সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান।
প্রজ্ঞাপনে নতুন চেয়ারম্যান উক্ত পদে যোগদান না করা পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
উক্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি জেলা পরিষদের আর্থিক বিষয়সহ সকল কার্যক্রম পরিষদের চেয়ারম্যানের দৈনন্দিন যাবতীয় রুটিন কার্যাদি সম্পাদন করবেন।