এবার সিলেটে খুলে দেওয়া হলো কমিউনিটি সেন্টার
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১২:২৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
শর্তসাপেক্ষে খুলো দেওয়া হলো সিলেটের কমিউনিটি সেন্টার ও কনভেনশন হলগুলো। রোববার সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে কমিউনিটি সেন্টার ও কনভেনশন হল চালু করার অনুমতি প্রদান করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। করোনা পরিস্থিতির কারণে ধারণ ক্ষমতার অর্ধেক অতিথি সেন্টারগুলোতে অবস্থান করতে পারবেন বলে শর্তে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কমিউনিটি সেন্টার মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু মুত্তাকিম মিতুল।
জানা গেছে, সিলেটের কমিউনিটি সেন্টার ও কনভেনশন হল মালিকদের অনুরোধের প্রেক্ষিতে শর্তসাপেক্ষে কমিউনিটি সেন্টার চালুর অনুমতি প্রদান করেন জেলা প্রশাসক। তবে আগের মতো পুরো সেন্টারজুড়ে জনসমাগম করা যাবে না। স্বাস্থ্যবিধি বজায় রেখে ধারণক্ষমতার শতকরা ৫০ ভাগ অতিথি সংখ্যা নির্ধারণ করে অনুষ্ঠান আয়োজনের শর্তে কমিউনিটি সেন্টার ও কনভেনশন হলগুলো খুলে দেওয়া হয়েছে।
সিলেট কমিউনিটি সেন্টার মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু মুত্তাকিম মিতুল বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক রোববার থেকে কমিউনিটি সেন্টারগুলো চালু করা হয়েছে। স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি বিশেষ ভাবে সকল সেন্টার মালিককে অনুরোধ জানাচ্ছি। জেলা প্রশাসকের শর্ত যুক্ত পত্রটি সমিতির কার্যালয় ইউনাইটেড কমিউনিটি সেন্টার থেকে সংগ্রহ করার জন্য সকল সদস্যদের আহবান জানিয়েছনে তিনি।