ওসমানীর ল্যাবে আরও ৪৪ জনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১১:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ল্যাবে নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা শনাক্ত হয়।
তিনি জানান, আজ ওসমানীর পিসিআর ২১০টি নমুনা গ্রহন করে। তবে পূর্বের সংগ্রহীত আরও কিছু নমুনা নিয়ে এদিন ২৮১টি নমুনা পরীক্ষা করা হলে এই ৪৪ জনের করোনা পজিটিভ আসে।
এরআগে একইদিন সিলেট করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে ৫৮ টি নমুনা পজিটিভ আসে। শনাক্ত হওয়া ৫৮ জনের মধ্যে সুনামগঞ্জের ২১ জন, হবিগঞ্জের ৫ জন, মৌলভীবাজারের ১০ জন ও সিলেট জেলার ২২ জন রোগী রয়েছেন।