কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও পিআইও অফিসের কর্মকর্তা করোনা আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২০, ৮:৪৬ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর করোনা আক্রান্ত হয়েছেন। রোববার আক্রান্তের বিষয়টি তিনি নিজে নিশ্চিত করেছেন।
তিনি রোববার (৬ সেপ্টেম্বর) রাতে মুঠোফোনে জানান, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে তাঁর করোনা শনাক্তের পজিটিভ রিপোর্ট এসেছে। করোনা পজিটিভ হলেও উনার শরীরে করোনার কোনো উপসর্গ নেই এবং তিনি সুস্থ রয়েছেন বলে জানান।
বর্তমানে তিনি কুলাউড়া সার্কেল অফিসের নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন ও সকলকে সচেতন থাকার আহবান জানান। করোনাভাইরাস সংক্রমণকালে কুলাউড়া সার্কেলের সকল পুলিশ সদস্যদের নিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকির মাঝে মাঠে থেকে দায়িত্ব পালন করেছেন।
কুলাউড়া হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে পাওয়া পজিটিভ ২ জনের মধ্যে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ অপরজন কুলাউড়া পিআইও অফিসের ১ কর্মকর্তাও রয়েছেন।
এনিয়ে কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা মোট ২৪১ জনে দাঁড়ালো। তার মধ্যে ১৮৯ জন সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন এবং করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৪৯ জন হোম আইসোলেশনে আছেন।