সালমান শাহ হত্যার ন্যায় বিচার দাবী
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২০, ৮:৩৪ অপরাহ্ণ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :
বাংলা চলচিত্রের মহানায়ক প্রয়াত সালমান শাহ ২৫তম মৃত্যু বার্ষিকীতে ন্যায় বিচার ও খুনিদের ফাঁসির দাবী জানিয়েছে ভক্তরা।
রবিবার দুপুরে শ্রীমঙ্গলে জাস্টিস ফর সালমান শাহ ফোরামের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন সংগঠনের কো অর্ডিনেটর আল আমিন তারা।
আল আমিন দীর্ঘ ২৫ বছরেও সালমান শাহ হত্যা মামলার বিচার প্রক্রিয়া নিস্পত্তি না হওয়ায় হতাশা ব্যক্ত করে বলেন, সালমান হত্যা ২০ বছর পর লন্ডন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনৈকা রুবি সুলতানা খুনের পরিকল্পনা ফাঁস করে দেন। খুনীরা প্রভাবশালী হওয়ায় তদন-ত সংস্থাগুলো বার বার আত্মহত্যার তদন-ত প্রতিবেদন দিয়ে তাদের আড়াল করার চেষ্টা করছেন। এই হত্যা মামলার বিচারকাজ ২৫ বছরে সম্পন্ন না হওয়ায় এ হত্যাকান্ডের ন্যায় বিচার প্রাপ্তী নিয়ে সালমান শাহ্ও লাখো ভক্তরা অনিয়শ্চয়তার মধ্যে রয়েছে।