মৌলভীবাজার জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হলেন রিজুয়ানা ইয়াসমিন
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২০, ৫:৪৯ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানের মৃত্যুতে জেলা পরিষদের শীর্ষ পদটি শূন্য হয়ে পরে। জেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য অস্থায়ী চেয়ারম্যান হিসেবে প্যানেল চেয়ারম্যান- ১ তরফদার রিজুয়ানা ইয়াসমিন নিয়োগ দেয়া হয়েছে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে রোববার (৬ সেপ্টেম্বর) এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম মিজানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।